(Ideal Gas) আদর্শ গ্যাসঃ যে সকল গ্যাস বয়েল ও চার্লস এর সূত্র যুগ্মভাবে মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। এই গ্যাসগুলো গ্যাসের গতিতত্ত্বের সকল স্বীকার্য মেনে চলে।
বাস্তবে এই গ্যাস পাওয়া যায়না, এটি একটি কাল্পনিক ধারণা মাত্র। গ্যাসের গতিতত্ত্বের সূত্র থেকে আমরা জানতে পারি এই গ্যাসের অণুর মধ্যে কোনো প্রকার আকর্ষণ কাজ করেনা কিন্তু বাস্তবে দেখা যায় কোনো গ্যাসের তাপমাত্রা কমানো হলে তা আন্তআণবিক আকর্ষণের ফলে তরলে পরিণত হয়।