SSC Physics Chapter 5 Practice Sheet

অধ্যায়-৫: পদার্থের অবস্থা ও চাপ (অনুশীলন)

 জ্ঞানমূলক

১। চাপ কাকে বলে?

২। 10 প্যাসকেল কাকে বলে?

৩। ঘনত্ব কি?

৪। কোন 10 cm3 বস্তুর ভর 5 কেজি হলে এর ঘনত্ব কত?

৫। নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরে কোন বিন্দুতে চাপ কিসের উপর নির্ভর করে?

৬। কোন বস্তুর ঘনত্ব 5কেজি/মি3 বলতে কি বোঝায়?

৭। ইয়ং মডুলাস কাকে বলে?

৮। প্যাসকেলের সূত্রটি লিখ।

৯। আর্কিমিডিসের সূত্রটি লিখ।

১০। স্থিতিস্থাপকতা কি?

১১। হুকের সূত্রটি লিখ।

১২। পীড়ন কাকে বলে?

১৩। পৃথিবী পৃষ্ঠে বায়ু চাপ কত?

১৪। প্লবতা কাকে বলে?

১৫। প্লাজমা কি?

১৬। বিকৃতি কাকে বলে?

১৭। বল বৃদ্ধিকরণ নীতি কি?

১৮। প্রবাহী কাকে বলে?

১৯। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি?

২০। স্থিতিস্থাপক গুনাঙ্ক কাকে বলে?

২১। বাল্ক মডুলাস বা বাল্কের গুনাঙ্ক কি?

 অনুধাবন মূলক

১। উঁচু পাহাড়ে রান্না করা অসুবিধাজনক- কেন ব্যাখ্যা কর।

২। কোন বস্তু কেন ভাসে ব্যাখ্যা কর।

৩। লোহার তৈরি জাহাজ পানিতে ভাসলেও এক টুকরা লোহা কেন পানিতে ডুবে-ব্যাখ্যা কর।

৪। ব্যারমিটারে হঠাৎ পারদের উচ্চতা দ্রুত কমে গেলে কি বুঝতে পারা যায়?

৫। টরিসেলের শুন্যস্থান কি সত্যিকার অর্থে কি শূন্য?

৬। পীড়ন কিভাবে বিকৃতি ঘটায় ব্যাখ্যা কর।

৭। হাই হিল পড়ে হাঁটা অসুবিধাজনক কেন? ব্যাখা কর।

৮। উপর থেকে নিচের দিকের ট্যাবে পানির গতি বেশি হয় বা পানি পাইপ থেকে দূরে গিয়ে পড়ে। কেন? ব্যাখা কর।

৯। বাঁধের উপরের অংশ থেকে নিচের অংশ কেন চওড়া করে তৈরি করা হয়? ব্যাখা কর।

১০। কোনো বস্তু ভাসা বা নিমজ্জিত হওয়ার শর্ত সমূহ নিয়ে আলোচনা কর।

১১। চাকুর ধারালো অংশ সরু থাকে কেন? ব্যাখ্যা কর।

১২। কোনো বস্তুর ক্ষেত্রফল অর্ধেক করা হলে এর উপর প্রযুক্ত চাপের কি পরিবর্তন হবে?

১৩। একই পরিমাণ গভীরতায় নদীর ও সমুদ্রের পানির নিচে গেলে কোথায় বেশি চাপ অনুভূত হবে? ব্যাখা কর।

১৪। এক পায়ে দাঁড়ানোর চেয়ে দুই পায়ে দাঁড়িয়ে থাকা বেশি আরামের-ব্যাখা কর।

 

 গাণিতিক অংশ

১। 200 cm3 কোনো বস্তুর ঘনত্ব 300 kg/m3 হলে এটিকে পানিতে ছেড়ে দিলে ভাসবে কিনা ডুববে?

২। 50 kg ভরের তোমার প্রতিটি পায়ের তলার ক্ষেত্রফল 50 cm2 হলে তোমার প্রতিটি পায়ে কত চাপ অনুভূত হবে?

৩। 50 kg কোনো বস্তুর ঘনত্ব 300 kg/m3 হলে এটিকে পানিতে ছেড়ে এটির কত শতাংশ ডুববে? এবং এর হারানো ওজন কত?

৪। 50 kg কোনো বস্তুকে পানিতে ছেড়ে এটির পানিতে ওজন কত? যদি বস্তুর আয়তন হয় 100 cm3?

৫। 100 cm2 ক্ষেত্রফলের একটি বদ্ধ সিলিন্ডারের অপর পাইপের ক্ষেত্রফল এর চেয়ে দ্বিগুণ। যদি প্রথমটিতে 200N বল প্রয়োগ করা হয় তবে অপর সিলিন্ডারের ঢাকনার উপরে থাকা কোনো 10 kg ভরের বস্তুকে উপরে উঠান যাবে কিনা ব্যাখা কর।

 

উত্তর ও সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন।

 

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *